কাজল রেখা দিয়ে বড় পর্দায় সাদিয়া আয়মান


রুদ্রবাংলা প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৪, ১৩:২২ /
কাজল রেখা দিয়ে বড় পর্দায় সাদিয়া আয়মান

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘কাজলরেখা’ সিনেমাটিতে ছোট কাজলরেখা চরিত্রে প্রথমবার বড় পর্দায় সাদিয়া আয়মান এটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

সাদিয়া বলেন, ‘চ্যালেঞ্জ বলতে আমি বলছি, ২০২২ সালে ছবিটির শুটিং শুরু। তখনো আমার নাটকে অভিষেক হয়নি। অভিনয়ে আমি একেবারেই নতুন। পর্দায় আমাকে কীভাবে নেবেন দর্শক। অন্যদিকে প্রোমোশন ভালোভাবে হয়নি। এসব নিয়েই খুবই টেনশনে ছিলাম। তবে যা করেছি, পুরোটাই পরিচালক সেলিম ভাইয়ের অবদান। বাস্তবে আমার বয়স যা, তা থেকে প্রায় ১০ বছর কমিয়ে ছবিতে কাজলরেখা চরিত্রটি ফুটিয়ে তুলতে পেরেছি, এটাই আমার প্রথম সিনেমায় সার্থকতা।’

সিনেমার এই নবাগত মনে করেন, ‘মুক্তির সময় ছবিটি হল কম পেয়েছে। কিন্তু যতই দিন যাচ্ছে, আলোচনা বাড়ছে, প্রশংসা বাড়ছে। দর্শক ছবিটি দেখতে আগ্রহী হচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে, আস্তে আস্তে ছবিটি আরও শক্তিশালী হয়ে দর্শকের মাঝে ছড়িয়ে যেতে পারে।’

প্রায় ৪০০ বছর আগের বাংলার লোককাহিনি ‘মৈমনসিংহ গীতিকা’র ‘কাজলরেখা’ অবলম্বনে এটি নির্মাণ করেছেন গিয়াস উদ্দিন সেলিম। এতে আরও অভিনয় করেছেন শরীফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াত রশীদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাশার, ঝুনা চৌধুরী, সাহানা সুমী প্রমুখ।