শিবাংশীর স্বপ্নপূরণ ঢাকার চলচ্চিত্রে


রুদ্রবাংলা প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৩, ১৩:৫৭ /
শিবাংশীর স্বপ্নপূরণ ঢাকার চলচ্চিত্রে

কলকাতার সম্ভাবনাময়ী তারুণ্যের জ্বলন্ত উদাহরণ অনেক প্রতিভার একজন উজ্জ্বল নক্ষত্র শিবাংশী সেন। বাংলাদেশের একটি চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

চলচ্চিত্র নির্মাতা রাজু আহমেদ নির্মাণ করবেন ‘প্রেমকাব্য’। এই সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও শিবাংশী সেন। সমসাময়িক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে প্রেমের গল্প।

‘প্রেমকাব্য’ সিনেমায় শিবাংশী সেনকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সাইমন-শিবাংশী ছাড়াও এতে রূপসাকে দেখা যাবে।

ব্লু জিনজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই সিনেমার শুটিং বাংলাদেশের পাশাপাশি লন্ডনসহ ইউরোপের বিভিন্ন লোকেশনে করা হবে বলে জানান এর নির্মাতা।

নির্মাতা রাজু আহমেদ বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে শুটিং করা সম্ভব হচ্ছে না। এজন্য লন্ডনসহ ইউরোপের চারটি দেশে এর দৃশ্যধারণ করা হবে।’ ডিসেম্বর মাসের মধ্যে।

শিবাংশী সেন বলেন, ‘চরিত্রটি খুবই সুন্দর। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। চরিত্রে বেশকিছু চমকও থাকবে। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরেও সিনেমাটির শুটিং হবে। এর আগে কখনো চলচ্চিত্রে অভিনয় করিনি আমার প্রথম সিনেমা। গল্প ও চরিত্রে অনেক ভিন্নতা আছে। চ্যালেঞ্জিং দুটি চরিত্রে আমাকে দেখা যাবে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’

একটানা কাজ শেষ করে ২০২৪ বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।