হাবিবুর রহমানঃ
ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা বাতিল চাইলেন গাজীপুরের কফিল উদ্দিন কাফি নামে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা।
ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির আওতায় আনার দাবিও করলেন ওই বীর মুক্তিযোদ্ধা।
সোমবার সাংবাদিকদের নিকট এমন দাবি তুলে ধরলেন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন কাফি।
কফিল উদ্দিন কাফি অভিযোগের সুরে বললেন, ২০০৬ সালের পর থেকে এদেশে এক লাখ টাকার বিনিময়ে হলেও মুক্তিযোদ্ধার সনদ পাওয়া যেত। রাতারাতি মুক্তিযোদ্ধা হয়েছেও অনেকে। তিনি জোর দাবি করে বলেন, সদর উপজেলার বৃহত্তর মির্জাপুর ইউনিয়নে রয়েছে ৫৩ জন ভুয়া মুক্তিযোদ্ধা। যারা নিয়মিত ভাতা পাচ্ছিল। হজব্রত পালন করেও তারা মিথ্যা পরিচয় দিয়ে এই সনদ নিয়েছেন। উত্তোলন করেছেন মুক্তিযোদ্ধা ভাতা।
এ নিয়ে তিনি আদালতে মামলাও করেছিলেন বলে জানান।
বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন কাফি বলেন, এসব বিষয়ে বর্তমান সরকারের আমলে কথা বলতেও ভয় পাচ্ছি। তিনি আর মুক্তিযোদ্ধা ভাতা না পাইলেও ভুয়া মুক্তিযোদ্ধারা যেন আর ভাতা না পান সেটাও তিনি আক্ষেপের সুরে বলেন। ২০১৯ সালে আওয়ামী লীগ সরকার আমলে প্রকৃত নাকি ভুয়া মুক্তিযোদ্ধা এসব নিয়ে বাছাই সম্পন্ন হলেও ভুয়া মুক্তিযোদ্ধারা বাদ পড়েনি। কারণ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজে জেনেও চুপ থেকেছেন।
৭০ ঊর্ধ্ব বীর মুক্তিযোদ্ধা ওই কফিল উদ্দিন কাফি জানান বর্তমান সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে তালিকা থেকে বাদ দিবেন কিনা সন্দেহ রয়েছে।
আপনার মতামত লিখুন :