কয়রায় বিভিন্ন কর্ম সুচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 


রুদ্রবাংলা প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৪, ২২:১৯ /
কয়রায় বিভিন্ন কর্ম সুচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন 

খুলনার কয়রায় নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ২৬ শে মার্চ ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুরু হয়। পরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পুলিশ , মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগী সংগঠন, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয।

সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয। সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিনের শুভ সুচনা করেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ। পরে পুলিশ,ফায়ার সার্ভিস ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কুজকাওয়াজ প্রদর্শন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেচে গেয়ে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শ করেন।

বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযােদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বি এম তারিক উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মােঃ রেজাউল করিমের সঞ্চলনায় আলােচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম, থানা অফিসার ইনচার্জ মােঃ মিজানুর রহমান। বক্তৃতা করেন প্রানী সম্পাদ অফিসার কাজী মুস্তাইন বিল্লাহ, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, উত্তর বেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম , মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বিআরডিবি অফিসার হরশিষ রায়, আনসার ভিডিপি অফিসার মনােয়ারা খাতুন, সাবেক মুক্তিযােদ্ধা কমান্ডার এসএম গােলাম রব্বানী,বীরমুক্তিযােদ্ধা রুহুল আমিন, বীরমুক্তিযােদ্ধা মােঃ নজরুল ইসলাম সানা, মুক্তিযোদ্ধার সন্তান অধ্যাপক মাসুদুর রহমান প্রমুখ।

অপরদিকে কয়রা উপজেলা আওয়ামীলীগের উদ্যগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযােদ্ধাদের সংবর্ধনা ও দােয়া অনুষ্ঠান ২৬ মার্চ বেলা ২ টায় কয়রা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মােহসিন রেজার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চলনায় আলােচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মােঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শফিকুল ইসলাম । বক্তৃতা করেন খুলনা জেলা পরিষদের সদস্য আব্দুল্যাহ আল মামুন লাভলু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক এ্যাডভােকেট মােশারাফ হােসেন,সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এসএম জিয়াদ আলী, প্রধান শিক্ষক মােঃ খায়রুল আলম,মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী,দক্ষিন বেদকাশী ইউপি চেয়ারম্যান মােড়ল আছের আলী, বীরমুক্তিযােদ্ধা এসএম গােলাম রব্বানী, মােঃ নজরুল ইসলাম সানা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মােঃ জাফরুল ইসলাম পাড়, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হােসেন জ্যাকি,উপজেলা শ্রমিকলীগের সভাপতি মােঃ আলামিন হােসেন, সাধারন সম্পাদক আমিরুল ইসলাম,যুগ্ন সাধারন সম্পাদক ইমরান হােসেন রােকন সহ বক্তৃতা করেন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগের নেতৃবৃন্দ।