ভৈরব উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে নুরুল কাদের সোহেল ও এডভোকেট আইয়ুব হোসেন কে বহিষ্কার উপলক্ষে বিশেষ সভা


রুদ্রবাংলা প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৪, ১৬:১৪ /
ভৈরব উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে নুরুল কাদের সোহেল ও এডভোকেট আইয়ুব হোসেন কে বহিষ্কার উপলক্ষে বিশেষ সভা

ছাবির উদ্দিন রাজু, ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

গতকাল ২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভৈরব উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৬ আসন থেকে মনোনীত নুরুল কাদের সোহেল কে দলীয় প্রতিকের এজেন্ট বিক্রির অভিযোগসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের নানা অনিয়মের অভিযোগে ভৈরব উপজেলা জাতীয় পার্টির সদস্য পদ থেকে আনুষ্ঠানিক ভাবে অব্যহতি ও ভৈরব উপজেলা জাতীয় পার্টির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আইয়ুব হোসেন কে অন্য দল থেকে লাঠি মার্কা প্রতিকে নির্বাচন করে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় অব্যহতি উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় করে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণকারী আব্দুস ছালাম মিয়া, সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী রিয়াজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সাদেক মিয়া,ভৈরব পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম ক্রয় করে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকার পর্বে অংশগ্রহণকারী সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় যুব সংহতি ভৈরব উপজেলা শাখার আহ্বায়ক সাংবাদিক ছাবির উদ্দিন রাজু, সাদেকপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী,গজারিয়ায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তাহের মিয়া, শিবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি রফিকুল আমিন,আগানগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম,ভৈরব উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আল আমিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি অলি উল্লাহ রিসাদ আহমেদ প্রমূখ।

উক্ত অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ সাইফুল ইসলাম শফিক।

এছাড়াও বিশেষ সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দল থেকে প্রার্থীতা ঘোষণা দিতে আগ্রহী প্রার্থীদের দৃষ্টি সম্মতি প্রকাশের আহ্বান জানান নেতৃবৃন্দ।