কয়রায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন


রুদ্রবাংলা প্রকাশের সময় : অগাস্ট ১৫, ২০২৩, ১৯:১১ /
কয়রায়  যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

শেখ সিরাজউদ্দৌলা লিংকন কয়রা (খুলনা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় রাতভর কোরআন খতমের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও ফুলেল শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবস টি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে জাতির পিতা’র প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এ সময় দলীয় কার্যালয়ে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।

সকাল সাড়ে আটটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার মুরালে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। বেলা নটায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমানের সভাপতিত্বে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বেলা ২ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজার সভাপতি তে, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশিথ রঞ্জন মিস্ত্রি ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইমদাদুল হক টিটুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খুলনা ৬ আসনের সাবেক সাংসদ অ্যাড, সোহরাব আলী সানা, খুলনা ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আখতারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাড: মোশারফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এড, কমলেশ সানা, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা মাস্টার খাইরুল আলম, জিয়াদ আলী সরদার প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামা লীগ নেতা ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, দোয়া অনুষ্ঠান শেষে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।

এর আগে বেলা ১২টার দিকে সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকুর নেতৃত্বে শোক রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। দিবসটি উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মসজিদ মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।## ১৫ আগস্ট ২০২৩