মেধাবী শিক্ষার্থী মোঃরবিউল আলম’র সফল শিক্ষা জীবন,দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন


রুদ্রবাংলা প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৩, ১৮:২৪ /
মেধাবী শিক্ষার্থী মোঃরবিউল আলম’র সফল শিক্ষা জীবন,দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

স্টাফ রিপোর্টারঃ

মেধাবী শিক্ষার্থী মোঃরবিউল আলম।তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাওঁ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর নাগদা ছমির উদ্দিন মুন্সি বাড়ির সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ১৯৯৫ সালে। তার পিতা মৃত মোঃআবদুছ ছাত্তার মুন্সি। মাতা ফজিলতুন নেছা। পাঁচ ভাইয়ের মাঝে সর্ব কনিষ্ঠ। তিনি শৈশবে পারিবারিক ও মুক্তব শিক্ষার মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন।

পরে তিনি নিজ গ্রামে প্রতিষ্ঠিত ১৬২নং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক ঝাঁক দক্ষ ও উদ্যেমী শিক্ষকদের কাছ থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। প্রাথমিক শিক্ষা শেষে তিনি একই উপজেলার নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে নিম্ন মাধ্যমিক শিক্ষা গ্রহণ শুরু করেন।পরবর্তীতে তিনি জেনেরাল শিক্ষা ত্যাগ করে বাবা মা এর ইচ্ছা পূরণ করার উদ্দেশ্য একই উপজেলার ঘিলাতলী সামাদিয়া কাসেমূল উলুম সিনিয়র ফাজিল মাদরাসায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে মাদরাসা শিক্ষা গ্রহণ শুরু করেন। পরে তিনি পড়ালেখার সুবিধার্থে একই উপজেলার ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০০৮ সেশনে মানবিক শাখায় দাখিল নবম শ্রেণিতে ভর্তি হয়ে মাধ্যমিক শিক্ষা গ্রহণ শুরু করে ২০১০ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।

তারপর মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসায় ২০১০ সেশনে মানবিক শাখায় আলিম শ্রেণিতে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহন শুরু করে ২০১২ সালে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন।পরবর্তীতে তিনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এর অন্তর্ভুক্ত মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসায় তিন বছর মেয়াদী ফাজিল ব্যাসেলর অব টেকনোলজি এন্ড ইসলামিক স্টাডিজ কোর্সে ভর্তি হয়ে উচ্চতর শিক্ষা শুরু করে প্রত্যেক বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ফাইনাল বর্ষ ২০১৭ সালের পরীক্ষায় অংশ গ্রহণ করে দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হন।ইসলামিক এরাবিক ইউনিভার্সিটি, ঢাকা এর অন্তর্ভুক্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি উয়েসীয়া কামিল মাদরাসায় ২০১৮-১০১৯ সেশনে দুই বছর মেয়াদী কামিল মাস্টার্স ফিক্বহ বিভাগে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ শুরু করে প্রত্যেক বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়ে ফাইনাল বর্ষ ২০২০ সালে কামিল মাস্টার্স পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পাশাপাশি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অন্তর্ভুক্ত ঢাকা তামীরুল মিল্লাত কামিল মাদরাসায় ২০১২-২০১৩ সেশনে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ চার বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ শুরু করে প্রত্যেক বর্ষের পরীক্ষায় অংশ গ্রহণ করে উত্তীর্ণ হয়ে ফাইনাল বর্ষ ২০১৬ সালের পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ইসলামিক এরাবিক ইউনিভার্সিটি, ঢাকা এর অন্তর্ভুক্ত একই প্রতিষ্ঠান থেকে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ২০১৬-২০১৭ সেশনে এক বছর মেয়াদী কামিল মাস্টার্স কোর্সে ভর্তি হয়ে ২০১৮ সালের পরীক্ষায় অংশ করে দ্বিতীয় বিভাগ পেয়ে উত্তীর্ণ হন।

পাশাপাশি তিনি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ তানজিম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে ২০১৫-২০১৬ সেশনে চার বছর মেয়াদী ডি এইচ এম এস কোর্সে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন। প্রত্যেক বছর কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফাইনাল বর্ষ ২০১৯ সালের পরীক্ষায় অংশ গ্রহণ করে প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত নারায়ণগঞ্জ ল’ কলেজে অধ্যায়নরত আছেন। তিনি ২০২০-২০২১ সেশনে এল এল বি দুই বছর মেয়াদী কোর্সে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ শুরু করেন।তিনি চলতি বছরে এল এল বি দুই বছর মেয়াদী কোর্সের প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছেন।এখন ভালো ফলাফল প্রত্যাশী।তিনি কর্মময় জীবনে একজন সফল শিক্ষক, চিকিৎসক, ব্যাবসায়ী,সাংবাদিক। তিনি জাতীয় দৈনিক রুদ্র বাংলা পত্রিকা ও অন লাইন নিউজ পোর্টাল বিডি কারেন্ট নিউজ টোয়েন্টিফোর ডটকমক এ লেখক হিসেবে কাজ করছেন।

ব্যাক্তিগত জীবনে তিনি অবিবাহিত। তিনি বলেন, মহান বারে এলাহী আল্লাহ তায়ালা আজ্জা জাল্লা শাহনুহু পবিত্র কুরআনুল কারিমের সূরা আলাক্বে বলেছেন, পড় তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন (সূরা আলাক) রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা অর্জন করো।তারই ধারাবাহিকতায় আমাদের শিক্ষার দিকে মনোনিবেশন হতে হবে। সর্বশেষ তিনি দেশবাসী সকলের কাছে দোয়া চেয়ে বলেন,আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে, আমার মাথার তাজ পরম শ্রদ্ধার প্রাণ প্রিয় শিক্ষক বৃন্দের পাঠ দানে, শিক্ষকদের সঠিক দিক নির্দেশনায়, মা বাবা, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আশির্বাদে এবং আমার অক্লান্ত পরিশ্রমে আল্লাহ তায়ালা আমাকে যে নেয়ামত দান করেছেন তাহার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এখন আমি পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য দেশী বিদেশী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছি।আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন,সেই সুযোগটুকু পাই।আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যেতে পারি।আমিন ছুম্মা আমিন।