বাংলাদেশ সিরিজের সূচি জানাল নিউজিল্যান্ড


রুদ্রবাংলা প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৩, ১৩:২১ /
বাংলাদেশ সিরিজের সূচি জানাল নিউজিল্যান্ড

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। ১৭ ডিসেম্বর ডানেডিনে ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

আইসিসির ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) থাকা এই সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি)। ওয়ানডে সিরিজের পরের দুই ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর, যথাক্রমে নেলসন ও নেপিয়ারে হবে খেলা।

২৭ ডিসেম্বর নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। মাউন্ট মঙ্গানুইয়ে ২৯ ও ৩১ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে ২০২৩-২৪ মৌসুম শুরু করবে কিউইরা। টাইগারদের বিপক্ষে মিশন শেষে মাত্র ১১ দিনের বিরতির পর ১২ জানুয়ারিতে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু হবে তাদের। বাবর আজমদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দলটি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নিয়মিতই নিউজিল্যান্ড সফর করছে। গত বছর দুই দফার সফরে খেলেছে টেস্ট ও ত্রিদেশিয় টি-টোয়েন্টি সিরিজ। এবারের সফরটি হবে গত ৮ বছরের মধ্যে নিউজিল্যান্ডে বাংলাদেশের ষষ্ঠ সফর।

নিউজিল্যান্ডে পাড়ি দেওয়ার আগে অবশ্য ঘরের মাঠে কিউইদের আতিথ্য দেবে টাইগাররা। ভারতে হতে যাওয়া বিশ্বকাপের পরপরই দুই ম্যাচের টেস্ট খেলতে আসবে নিউজিল্যান্ড।