বিজয়নগর উপজেলা প্রশাসনের বাংলা বর্ষবরন
আবদুল্লাহ আল হ্নদয়ঃ-ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা প্রশাসন নব আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করেছেন।
বর্ষবরণের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন বর্ণিল কর্মসূচি পালন করেন। পহেলা বৈশাখ উপলক্ষে ছিল নানা আয়োজন। উপজেলায় বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য শীর্ষক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর হতে নানা শ্রেণি পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা প্রসাশনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে উপজেলা ভবনের সামনে এসে শেষ হয়।
পহেলা বৈশাখের নানা শ্লোগানের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩২ এর শুভ সূচনা করা হয়। এসো হে বৈশাখ’ পরিবেশন করা হয়। শোভাযাত্রা শেষে নির্বাহী অফিসারের অফিস কক্ষে উন্মুক্ত আলোচনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা ।বাংলা নববর্ষের ঐতিহ্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বৈশাখ আমাদের সাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক। এ দিনটি আমাদের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে নিয়ে আসে। তাই সম্প্রীতির এই বন্ধনকে রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, শিক্ষা অফিসার, সমবায় অফিসার , মহিলা বিষয়ক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিজয়নগর প্রেসক্লাবের ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
তারা সকলেই বাংলা নববর্ষের তাৎপর্য ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরেন। সাংস্কৃতিক সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে আয়োজিত এবারের এই অনুষ্ঠান স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
আপনার মতামত লিখুন :