আবদুল্লাহ আল হ্নদয়ঃ-
ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউপির চম্পকনগর (নুরপুর) গরুর বাজার , এটি একটি ঐতিহ্যবাহী তিন ইউনিয়নের গরুর বাজার, দীর্ঘদিনের এ বাজারে গরু কিনতে আসে জেলার বিভিন্ন উপজেলার মানুষ।
এ বাজারটি অন্ত্র প্রসিদ্ধ, বাজারটি স্থানান্তরের লক্ষ্যে স্থানীয় প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম তিন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকলে একত্রিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে অনতি দূরে মাটি ভরাটের কাজ করছে। এ মাটি ভরাটের কাজকে এক শ্রেণীর লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য প্রচার করছেন এ নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলামের উদ্যোগে এক প্রতিবাদ সবার আয়োজন করে ।
উক্ত প্রতিবাদ সভায় বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর সাবেক চেয়ারম্যান আনোয়ার চৌধুরী, ইউনিয়ন বিএনপি সেক্রেটারি বাচ্চু মিয়া,
আলমগীর হাসান, আবু সাঈদ, আব্দুল আহাদ মাস্টার, রাসেল চৌধুরী, রইছ মিয়া আব্দুল হক চৌধুরী, সহ আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিত তারা সকলে জানায়, বহু পুরাতন এ গরুর বাজারটি মূলত সরকারি কিন্তু সরকার প্রকৃত গরুর বাজারের জায়গায় পাবলিকের নামে লিজ দেওয়ায় তখন গরুর বাজারটি কলেজের জায়গায় স্থানান্তরিত হয়। কলেজের কর্তৃপক্ষের অনীহার কারণে বাজারটি আজ ধ্বংসের মুখে।
তাই বাজার রক্ষার্থে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশে আড়িয়া ঝুড়ি নদীর পাড়ে দখলিয়
সরকারী ভূমিতে সর্বসম্মতিক্রমে থানান্তরের অবিপ্রায় ব্যক্ত করেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী জানান বিগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইরফান উদ্দিন থাকাকালীন সময়ে তখন তিনি চেয়ারম্যান , বাজার রক্ষার্থে মাটি দিয়ে ভরাটের লক্ষ্যে তিনি তাকে অনুমতি দেন। কিন্তু বৃষ্টির কারণে তা বিঘ্নিত হয় বর্তমানে এ কাজে আবার উদযোগী হয়ে মাঠে ভরাটের কাজ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :