ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় উপজেলার মাঠে গার্ড অফ অনার কুচকাওয়াজ এর মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
২৬শে মার্চ (বুধবার) সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
উপজেলা পরিষদের স্মৃতিসৌদে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা কমান্ড, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মীরা।তবে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়নি।
বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সাথে শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা দবীর ভুইয়া,মীর মোহাম্মদ আব্দুল মান্নান,ফরিদ মিয়া, শাহজাহান মিয়া, বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী, কৃষিবিদ জিয়াউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সুমন মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিজয়নগর উপজেলা বিএনপির নেতা মহসিন ভূঁইয়া, জমির দস্তগীর, এডভোকেট ইমাম হোসেন, সাধারণত সম্পাদক উপজেলা বিএনপি,বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল হ্নদয়,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, এছাড়া আরও উপস্থিতিত ছিলেন সাংবাদিক জিহাদুল হক,সাংবাদিক আলম গীর হোসেন,সাংবাদিক হোসাইন রুবেল। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান। কৃষিবিদ তিলোত্তমা রায় তমা,কৃষি সম্প্রসারণ অফিসার ও মো: জহিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ প্রমুখ।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কুচকাওয়াজ অংশ নেওয়াদের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :