দৈনিক টার্গেট পত্রিকার ১ম বর্ষপূর্তি উদযাপন


রুদ্রবাংলা প্রকাশের সময় : মে ১৭, ২০২৫, ২৩:৩৮ /
দৈনিক টার্গেট পত্রিকার ১ম বর্ষপূর্তি উদযাপন

‎দেশের সংবাদমাধ্যম অঙ্গনের নবাগত দৈনিক টার্গেট পত্রিকা তার ১ম বর্ষপূর্তি উদযাপন করেছে নানা আয়োজনের মধ্য দিয়ে।

শনিবার রাজধানীর মতিঝিলের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ষপূর্তি উপলক্ষে ছিল আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট  দৈনিক মুক্ত বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময় পত্রিকার যুগ্ম সম্পাদক লেখক, গবেষক আতাউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক মোঃ ছুন্নত আলী মল্লিক।

আলোচনা পর্বে বক্তারা বলেন, “বর্তমান সময়ের চ্যালেঞ্জের মুখেও দৈনিক টার্গেট এক বছরের মধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্ত অবস্থান গড়ে তুলেছে।”

অনুষ্ঠানে বর্ষসেরা প্রতিবেদকসহ বিভিন্ন বিভাগে সেরা কর্মীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ছিল পাঠক ও শুভানুধ্যায়ীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন দেশের খ্যাতনামা শিল্পীরা।

বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয় যেখানে তুলে ধরা হয়েছে বিগত বছরের উল্লেখযোগ্য প্রতিবেদন, ছবি ও স্মৃতিচারণ। দৈনিক টার্গেট পরিবার ভবিষ্যতে আরও পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের চাহিদা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।