আবদুল্লাহ আল হ্নদয়ঃ-ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে অবৈধ দলখদারসহ স্থাপনা উচ্ছেদ করে সরকারি প্রতিষ্ঠানের ৫৮শতক জায়গা উদ্ধার করা হয়েছে। ০২/০৫/২০২৫ ইং রোজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের মেড্ডা এলাকায় অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারী এই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।
স্থানীয় লোকজন, জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলা শহরের মেড্ডা এলাকায় বক্ষব্যাধি ক্লিনিক অবস্থিত। সরকারি এই ক্লিনিকের পাশেই মেড্ডা বাজার ও পূর্বদিকে তিতাস নদী। দীর্ঘ প্রায় ৬০ থেকে ৭০ বছর ধরে নিম্ন আয়ের পেশাজীবিসহ স্থানীয় লোকজন বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮ শতক জায়গা দখল করে থাকার জন্য পাকা স্থাপনার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে একটি উচ্ছেদ মামলা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার গত ২৮ এপ্রিল অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আদেশ দেন। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত দিক-নির্দেশনা প্রদানের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীকে নির্দেশ দেন।
শুক্রবার সকাল নয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আবদুল খালেক পাটোয়ারীর নেতৃত্বে যৌথবাহিনীর সদস্যরা মেড্ডা এলাকায় উপস্থিত হন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং সিভিল সার্জনের অধীনে কর্মরত জেলার প্রায় ৩০জন স্বাস্থ্যকর্মী সেখানে উপস্থিত হন। সকাল থেকে দুপুর পর্যন্ত বক্ষব্যাধি ক্লিনিকের আশপাশ ও মেড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে দখলকৃত জায়গা উদ্ধার করা হয়।
সরকারি প্রতিষ্ঠানের ৫৮শতক জায়গায় থাকা বিভিন্ন অবৈধ দখলদার ও বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।এ ব্যাপারে সিভিল সার্জন নোমান মিয়া বলেন, দীর্ঘ প্রায় ৬০-৭০বছর ধরে বক্ষব্যাধি ক্লিনিকের ৫৮শতক জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে বসবাসহ ব্যবসা পরিচালনা করে আসছিল। বহু বছর পর জায়গাটি উদ্ধার হয়েছে।
আপনার মতামত লিখুন :