নতুন সংবাদপত্র হিসেবে দৈনিক টার্গেট আসছে


রুদ্রবাংলা প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৫, ১১:০৫ / ১৩
নতুন সংবাদপত্র হিসেবে দৈনিক টার্গেট আসছে

বাংলাদেশের সংবাদমাধ্যম জগতে আরও একটি নতুন সংযোজন হতে যাচ্ছে। আসছে নতুন দৈনিক পত্রিকা ‘দৈনিক টার্গেট’, যা দ্রুততম সময়ে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।

পত্রিকার সম্পাদকীয় বিভাগ সূত্রে জানা গেছে, ‘দৈনিক টার্গেট’ মূলত দেশের চলমান সংবাদ, বিশ্লেষণ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ের উপর গুরুত্ব দেবে। এটি হবে একটি পাঠকবান্ধব সংবাদপত্র, যেখানে সংবাদের গুণগত মান ও নিরপেক্ষতা সর্বোচ্চ গুরুত্ব পাবে।

বস্তুনিষ্ঠতার অঙ্গীকার: পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ ছুন্নত আলী মল্লিক জানান, “আমাদের লক্ষ্য হলো সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করা। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সঠিক সংবাদ প্রকাশ করব, যাতে জনগণ বাস্তবচিত্র সম্পর্কে অবগত হতে পারেন।”

প্রযুক্তির ছোঁয়ায় আধুনিক সংবাদপত্র

বর্তমান সময়ে ডিজিটাল সংবাদমাধ্যমের গুরুত্ব অনুধাবন করে ‘দৈনিক টার্গেট’ প্রিন্ট সংস্করণের পাশাপাশি অনলাইন ও মোবাইল অ্যাপে সহজলভ্য হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে লক্ষ্য রেখে পত্রিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকবে, যাতে পাঠকরা সহজেই গুরুত্বপূর্ণ খবর পেতে পারেন।

প্রকাশনার তারিখ ও পরিকল্পনা
: সম্পাদকীয় দপ্তর জানিয়েছে, ‘দৈনিক টার্গেট’ আগামী ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে পত্রিকাটি পাওয়া যাবে। বর্তমানে অনলাইন সংস্করণ সক্রিয় রয়েছে।

বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করতে আসছে ‘দৈনিক টার্গেট’। পাঠকদের প্রত্যাশা পূরণ করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়। তবে এর সূচনার ঘোষণায় ইতোমধ্যেই গণমাধ্যমপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।