বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের সুযোগ্য অতিরিক্ত ডিআইজি(অপারেশনস) মোঃ রেজাউল হক খান কে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ- ১ শাখা থেকে সোমবার এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়। উপ-সচিব মোঃ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি তে দুইজন অতিরিক্ত ডিআইজি সহ ১৯ কর্মকর্তাকে বদলির কথা উল্লেখ করা হয়েছে।
পাবনা জেলার কৃতি সন্তান মোঃ রেজাউল হক খান ২৪ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে যোগদানের মধ্য দিয়ে কর্ম জীবন শুরু করেন।
দীর্ঘদিন সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা কালীন তাকে জাতিসংঘ মিশনে পাঠানো হয়। জাতিসংঘ শান্তি মিশনে তিনি তার কর্মকান্ডের মাধ্যমে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হন।
পরবর্তীতে মিশন শেষে দেশে ফিরে মেধাবী এই কর্মকর্তা বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকা অবস্থায় তাকে আবারো জাতিসংঘ শান্তি মিশনে পাঠানো হয়।
মিশন শেষে দেশে ফিরে তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সততা এবং দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব ও কর্তব্য পালন করেন।
২০২৪ সালের ৫ই আগস্টের পর তাকে হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের ২৬ দিনের মাথায় তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেয়া হয়।
পরবর্তীতে তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে রংপুর রেঞ্জে যোগদান করেন। রংপুর রেঞ্জে কর্মরত থাকা অবস্থায় সোমবার তাকে এক আদেশে পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ জারি করা হয়।
পুলিশ জনগণের বন্ধু। এই কথাটি তার কর্মকর্তার মধ্যে দিয়ে প্রমাণ করে দৃষ্টান্ত স্থাপন করলেন অতিরিক্ত ডিআইজি মোঃ রেজাউল হক খান।
আন্তরিকতা আর সদিচ্ছা থাকলে কোন কাজই অসম্ভব নয় বলে মনে করেন মেধাবী এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, আমার চাকুরী জীবনের শেষ দিন পর্যন্ত আমার উপর অর্পিত দায়িত্ব শত ভাগ সততার সাথে পালন করে যেতে চাই।
বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালনকালে মোঃ রেজাউল হক খান বাংলাদেশ পুলিশের সুযোগ্য আইজিপি বাহারুল আলম(বিপিএম) স্যার সহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
আপনার মতামত লিখুন :