বহুমূখী প্রতিভার অধিকারী তানিয়া শারমীন তানিশা একজন কবি, লেখিকা ও সংগীত শিল্পী।
সোনামনি প্রকাশনী থেকে তার লেখা, নীরবে কান্না, কষ্টের ছোয়া, লাইলীর প্রেম (০১), লাইলীর প্রেম( ২) কুরআনের আলো,জান্নাতের খোলা জানালা, আল্লাহ মেহেরবান, আমি তোমাকেই ভালোবাসি, ভূতের বাড়ি এই বই গুলো প্রকাশিত হয়েছে।।।
তাছাড়া যৌথ কাব্যগ্রন্থ বনলতা ও একটি স্বপ্ন,অতৃপ্ত আকাঙ্ক্ষা, অমানুষ দর্শন,তুমি আমার না হওয়া সেই প্রিয় মানুষ, রক্তে কেনা স্বাধীনতা, স্বপ্নের মায়াবী লতা, রক্তাক্ত নোনা জল, সাহিত্যের জাগরণ,কবিতার সংলাপ,অপেক্ষায় উপসংহার এই বই গুলো ও প্রকাশিত হয়েছে।।
তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত এবং তার লেখা কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত ছাপা হয়। বিক্রমপুরের মুন্সীগঞ্জের মেয়ে তানিয়া শারমীন তানিশা জগ্ননাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন নিয়ে এম, এস, সি পাশ করেন।। লেখা পড়া শেষ করে তিনি যমুনা নিটিং এন্ড ডাইং এ ল্যাব ইনচার্জ হিসেবে দশ বছর কর্মরত ছিলেন। তানিয়া শারমীন তানিশা সামনের দিন গুলোতে আরো ভালো কিছু বই লিখে পাঠক ও শ্রোতাদের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করে বেঁচে থাকতে চান।
বহুমুখী প্রতিভার অধিকারে তানিয়া শারমীন তানিশা
খুব অল্প সময়ে সংগীত জগতে বিরাট ভূমিকা রেখেছে। তার প্রথম এলবাম বাংলাদেশের বিখ্যাত সুরকার,গীতিকার ও সংগীত পরিচালক কাজী ফারুক বাবুল এর পরিচালনায় রসিক কালা বন্ধুরে” রিলিজ পেয়েছে (২০১৮) ও ২য় একক এলবাম ” মন তোমাকে চায় “” রিলিজ পাবে খুব শীঘ্রই। একটি ইসলামিক গানের এলবাম ও ডুয়েট এলবাম ও রিলিজের অপেক্ষায়।।
তানিয়া শারমীন তানিশা খুব অল্প সময় চেষ্টা করেছে
নিজের কিছু প্রতিভা বিকাশ করার জন্য। তানিয়া শারমীন তানিশা সবার কাছে দোয়াপ্রার্থী।
আপনার মতামত লিখুন :