“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা হয়েছে।
সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. জমিন উদ্দিন, উপজেলা প্রাণীসম্প্রদ অফিসার ডাঃকামরুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. মহিফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো.মাইনউদ্দিন সাআদ, শ্রীনগর ফায়র সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী আসিফ নেওয়াজ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার অনিক রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, নির্বাচন অফিসার এমকে আহমেদ, আনসার ও ভিডিপি অফিসার মো. জহিরুল ইসলাম, শিশু একাডেমীক কর্মকর্তা শামীম হোসেন, তথ্য আপা সাওতাজ বেগম ও সাংবাদিক বৃন্দ। আলোচনা সভা শেষে উপজেলার ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয়ে মাঠে দিবসটি উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
জনসচেনতামূলক ‘ফায়ার ড্রিল’ মহড়াটি পরিচালনা করেন শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ার আজাদ হোসেন।
আপনার মতামত লিখুন :