পিরোজপুরের কাউখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে অগ্নিকাণ্ড নিবারণ মহড়া, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার ১০ মার্চ বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং অগ্নিকাণ্ড নিবারণ মাহড়া শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ খলিলুর রহমান, সুশীলনের উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান প্রমুখ।এ সময় উপস্থিত দর্শকদেরকে দুর্যোগ ও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে কি করতে হবে এ বিষয়ে বিভিন্ন কৌশল ও পরামর্শ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :