গাজীপুরে প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়


রুদ্রবাংলা প্রকাশের সময় : মার্চ ১, ২০২৫, ১৩:০০ / ১১১
গাজীপুরে প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

গাজীপুর সদর উপজেলার ভাবানীপুর এলাকার প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমি বৃহস্পতিবার ১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমি ব্যবস্থাপনা পরিচালক তাহমিনা সুলতানা।এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক জেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ আব্দুল বাতেন বিএসসি, বিএনপি নেতা খালেক ভূঁইয়া, বিএনপি নেতা ইসমাইল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত সাদেক শেখ,মুকলেসুর রহমান শেখ,প্রমুখ।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমির প্রধান শিক্ষক ও বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহ্বায়ক নাহিয়ান আশরাফ নিলয়।
অনুষ্ঠানে প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমির শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।