ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জ্যাক সজল সুন্দরবনে নাটকের শুটিং শেষ করলেন


রুদ্রবাংলা প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৯:৪৫ / ৩২৪
ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা জ্যাক সজল সুন্দরবনে নাটকের শুটিং শেষ করলেন

খুব অল্প সময়ে নিজের অভিনয় মাধুর্য দিয়ে দর্শক হৃদয়ে জনপ্রিয় হয়ে ওঠা ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জ্যাক সজল সুন্দরবনে নাটকরের শুটিংয়ে ব্যস্ত সময় কাটিয়ে এখন ঢাকায়।

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে পরিচালক আদিফ হাসানের পরিচালিত নাটক “জঙ্গলে বিয়ে” “থাবা” “ডাকাতিয়া” নাটকে নতুন চরিত্রে দেখা যাবে ছোট পর্দার এই অভিনেতাকে । পর্দায় জ্যাক সজল কে দর্শক ভিন্ন গল্পে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখলেও এবার খুব অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে এই অভিনেতা কে।

পরিচালক আদিফ হাসান ও সহযোগী পরিচালক আরাবী নোমান এর “জঙ্গলে বিয়ে” “থাবা” “ডাকাতিয়া”নাটকে আরো অভিনয় করছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় অভিনেতা জাহের আলভী, অভিনেত্রী তাসনুভা তিশা,অভিনেত্রী তিথী, শিবা শানু, সজল শাহ আলম,শওকত শোভন সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রী।

অভিনেতা জ্যাক সজল এর সাথে কথা বলে জানা যায়- সুন্দরবনের সুন্দর মনোরম লোকেশনে আদিফ হাসান পরিচালিত ও সহযোগী পরিচালক আরাবী নোমানের “ডাকাতিয়া” “জঙ্গলে বিয়ে” ও “থাবা” নাটকে কাজ করেছেন তিনি।

সম্প্রতি তিনি দর্শক আগ্রহের শীর্ষে থাকা আদিফ হাসান পরিচালিত ও সহযোগী পরিচালক আরাবী নোমানের আরোশ খান অভিনিত নাটক “পাঁজর ৩” এ অভিনয় শেষ করেছেন যা খুব শীঘ্রই মুক্তি পাবে।

দর্শকদের উদ্দেশ্যে এই অভিনেতা বলেন, আমি আমার দর্শকদের ভালোবাসি। আমি চেষ্টা করবো দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিবো। আমি সবার ভালোবাসা আর দোয়া নিয়ে আরো সমনে এগিয়ে যাবো নিজের অভিনয় দক্ষ্যতা দিয়ে ছাড়িয়ে যেতে চাই নিজেকেই ।