শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়ন বাংলাবাজার বণিক সমিতির সভাপতি নুরুল হক মাদবর-সহ আরো দু’জন ব্যবসায়ির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।
রবিবার বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পযন্ত সামন্তসার বাংলাবাজারে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে বাংলাবাজারে অগ্নিকান্ডে সরকারি জমির উপর স্থাপিত ৯টি দোকান পুড়ে যায়। এই ঘটনায় ব্যবসায়ীদের প্রায় ৫০/৬০ লাখ টাকার ক্ষতি হয়। অপরদিকে ২০২৪ সালের (১২ আগস্ট) তারিখে এস এম গোলাম কবির বাদী হয়ে নুরুল হক মাতবর, ফরিদ বিশ্বাস ও গফুর আকনকে বিবাদি করে শরীয়তপুর গোসাইরহাট বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এই মামলার প্রতিবাদে উক্ত কর্মসূচি পালন করেছেন তারা।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, আগুন লাগার সময় মাইকে শুনতে পেয়ে বাজারে এসে দেখি ৯টি দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, কোন দোকান থেকে কেউ কিছু
বের করতে পারেনি। কিন্তু বর্তমানে দোকান মালিক আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে আমরা নাকি মালামাল সরিয়ে দোকানে আগুন লাগিয়েছি দখল করার জন্য। আমরা সরকারের কাছে এই মিথ্যা মামলা থেকে অব্যাহতির জোর দাবি জানাচ্ছি।
আপনার মতামত লিখুন :