কয়রায় ভূমি বিরোধের জের, হামলা ভাঙচুর আহত ১, আদালতে মামলা


রুদ্রবাংলা প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৪, ১৭:০৮ /
কয়রায় ভূমি বিরোধের জের, হামলা ভাঙচুর আহত ১, আদালতে মামলা

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা প্রতিনিধিঃ কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে, হামলা ভাঙচুর সহ বসতবাড়ি আঙিনার ঘেরাবেড়া ও গাছপালা কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

এ সময় জমি মালিক মনিরুল ইসলামের স্ত্রী বাধা দিলে প্রতিপক্ষরা তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। ১৫ জুলাই সোমবার সকাল ৭টার দিকে উপজেলার আমাদি জায়গীরমহল গ্রামে এই মারামারি ও ভাঙচুর সংগঠিত হয়। এ ব্যাপারে বসতবাড়ির মালিক শাহ মনিরুল ইসলাম বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য সহ তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছে।

আদালতের মামলা সূত্রে জানা যায়, জায়গীর মহল গ্রামের মনিরুল ইসলাম তার জমিতে ২০২৩ সালে ঘরবাড়ি কুকুর খনন ও গাছ গাছালি লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিল। সোমবার সকালে প্রতিপক্ষ আবেদা খাতুন ও সংরক্ষিত ইউপি সদস্য দিলরুবা খানমের নেতৃত্বে একদল গুন্ডাবাহিনী মনিরুল ইসলামের জমিতে অনধিকার প্রবেশ করে তার লাগানো গাছপালা ও ঘেরা ঘেরা ভাঙচুর করতে থাকে এসময় মনিরুলের স্ত্রী নাজমিন সুলতানা তাদেরকে বাধা দিলে নাজমিন সুলতানা কে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার পরনের বস্ত্র ছিড়ে শ্লীলতাহানি ঘটায় এ সময় তার হাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এ ঘটনায় মনিরুল ইসলাম বাদী হয়ে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের মামলা নং সি আর ৩৪৩/২৪ ।