মোস্তাফিজুর কথা বলেননি ম্যাচসেরা হওয়ার পর যে কারণে


রুদ্রবাংলা প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৪, ০৯:৪৯ /
মোস্তাফিজুর কথা বলেননি ম্যাচসেরা হওয়ার পর যে কারণে

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই সবাইকে চমকে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। অনেকে তো বলেই ফেলেছেন, মোস্তাফিজকে যে দুই কোটি রুপি দিয়ে কেনা হয়েছে, এক ম্যাচেই তা উসুল করে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএলের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন মোস্তাফিজ। দুর্দান্ত বোলিং করে মাত্র ২৯ রান খরচায় শিকার করেছেন ৪ উইকেট। তার আগুনঝরা বোলিংয়ে ১৭৩ রানের বেশি করতে পারেনি বেঙ্গালুরু।

জবাব দিতে নেমে চেন্নাই ম্যাচটি জিতেছে ৬ উইকেটে। তাক লাগানো বোলিং করে ম্যাচসেরা হয়েছেন মোস্তাফিজ। কিন্তু সেরার পুরস্কার জিতে কোনো ধরনের মন্তব্য করেননি বাংলাদেশি এই পেসার, যা দেশে বিস্মিত হয়েছেন ভক্ত-সমর্থকরা।

কেন গণমাধ্যমের সামনে কথা বলেননি মোস্তাফিজ? এমন প্রশ্ন অনেকের মনে। বাংলাদেশি ভক্তদের অনেকে হয়তো জানেন, কেন কথা বলেননি তিনি।

কারণ, মোস্তাফিজ সবসময় নিজের মাতৃভাষা বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তিনি ইংরেজিতে বা অন্য কোনো ভাষায় কথা বলেন না। যিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করছিলেন, সেই রবি শাস্ত্রীও বাংলা বলতে পারেন না। এমনকি চেন্নাইয়ে মোস্তাফিজের সতীর্থদের কেউ বাংলা ভাষায় পারদর্শী নন।

তবে চেন্নাইয়ের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলা বোঝেন। কিন্তু বলার ক্ষেত্রে তিনিও তেমন একটা দক্ষ নন। ফলে মোস্তাফিজের ভাষা অনুবাদ করে বলতে পারবেন এমন কেউই ছিলেন না। যে কারণে কথা বলা থেকে বিরত থেকেছেন মোস্তাফিজ।

এই ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মারকুটে খেলতে শুরু করে বেঙ্গালুরু। পরে বিরাট কোহলি ও ফাফ ডু প্লেসির উদ্বোধনী জুটি ভাঙতে মোস্তাফিজকে ডেকে আনেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। বোলিংয়ে এসেই এক ওভারে ডু প্লেসি ও রজত পতিদারের উইকেট তুলে নেন মোস্তাফিজ।

এরপর ইনিংসের ১২ ও নিজের টানা দ্বিতীয় ওভারে কোহলি ও ক্যামেরন গ্রিনকে আউট করেন মোস্তাফিজ। বড় ৪ শিকার নিয়ে বেঙ্গালুরুকে চেপে ধরেন মোস্তাফিজ একাই। অবশেষ জয় নিয়েই আসর শুরু হয় মোস্তাফিজের দল চেন্নাইয়ের।