গাজীপুরের সালনায় ১০,০০,০০০/- (দশ লাখ) টাকা চাঁদা না দেয়ায় ভাংচুরসহ রাত দুপুরে নির্মানাধী মালামাল লুট আদালতে অভিযোগ। তদন্তে পিবি আই


রুদ্রবাংলা প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৫, ২০২৪, ১৯:৫২ /
গাজীপুরের সালনায় ১০,০০,০০০/- (দশ লাখ) টাকা চাঁদা না দেয়ায় ভাংচুরসহ রাত দুপুরে নির্মানাধী মালামাল লুট আদালতে অভিযোগ। তদন্তে পিবি আই

গাজীপুর মহানগর পুলিশের সদর থানাধীন দক্ষিণ সালনার জোলারপাড় মহল্লার মাজহারুল ইসলামের স্ত্রী নাসিমা খাতুন এর নির্মাণাধীন বাড়ীর কাজ কর্ম চলাকালীন (১) মোঃ মামুন (৪৫), পিতা-আব্দুস সামাদ, সাং- সামান্তপুর, (২) মোঃ সাইফুল (৫২), পিতা-ছিদ্দিক রহমান, সাং- দক্ষিণ সালনা, (৩) জলিল (৫৫), পিতা-অজ্ঞাত, সাং-টেকির বাড়ী, সর্ব থানা-গাজীপুর সদর, জেলা-গাজীপুর সহ আরো ৮/৯ (আট/নয়) জনের সংঙ্গবদ্ধ দল মিলে ১০,০০,০০০/- (দশ লাখ) টাকা চাঁদা দাবী করেন।

চাঁদার টাকা না দিলে কাজ করতে দেয়া হবে না বলে জানান। এতে নাসিমা খাতুন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে ২৯ জানুয়ারী ২০২৪ইং তারিখে রাত আনুমানিক সাড়ে বারোটার সময় নির্মাণ সামগ্রীর রড, সিমেন্ট, পানির পাম্প, মেসিনারীজ সামগ্রী লুট করে এবং ব্যাপক ভাংচুর করা সহ আনুমানিক ২০,০০,০০০/- (বিশ লাখ টাকার ক্ষতি সাধন করে।

২৯ জানুয়ারী ২০২৪ইং তারিখে থানায় মামলা করতে গেলে ওসি মামলা না নিয়ে আদালতের আশ্রয় নেয়ার পরামর্শ দেন। এর পর নাসিমা খাতুন চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্টেট আদালত গাজীপুরে উপরোক্ত ৫ (পাঁচ) জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা ৮/৯ (আট/নয়) জনের বিরুদ্ধে পিটিশন দাখিল করলে বিজ্ঞ আদালত পিবি আইকে তদন্তের দায়ীত্ব প্রদান করেন। এছাড়া মোঃ সাইফুলের নামে বিভিন্ন পত্রিকায় চাঁদাবাজীর সংবাদ প্রকাশিত হয় বলে জানা যায়, এব্যপারে প্রসাশনে হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।