কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে শাকিব হাসান হৃদয় (২১) নামের এক যুবকের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ( ৯ অক্টোবর) সন্ধ্যার পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ড দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান। দন্ডপ্রাপ্ত আসামি শাকিব হাসান হৃদয় উপজেলার সয়না- রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ সালাম হোসেনের পুত্র।পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়ার নির্দেশনায় পুলিশের একটি দল চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের বটতলা নামক স্হানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় পুলিশ শাকিবকে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাকিব হাসান হৃদয়কে তিন মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালতর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বায়েজিদুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাকিব হাসানকে গাঁজা সেবনের অভিযোগে তিন মাসের বিনাশ্রম সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :