এ্যাডরাবাংলাদেশ মেকআপ ইউর ড্রিম প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল লেভেল এ্যাডভান্স বিউটি ফিকেশনট্রেনিং


রুদ্রবাংলা প্রকাশের সময় : জুলাই ২২, ২০২৩, ১৪:৩০ /
এ্যাডরাবাংলাদেশ মেকআপ ইউর ড্রিম প্রজেক্ট কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল লেভেল এ্যাডভান্স বিউটি ফিকেশনট্রেনিং

আনসার উদ্দিন মিরপুর ঢাকাঃ

মেকআপ ইউর ড্রিম প্রজেক্টটি (এমওয়াইডিপি) রাজধানীর মিরপুর -১, ১৪৯ শাহ আলীবাগ এলাকায় বিএইউএম ক্যাম্পাসে, ২দিন ব্যাপী ইন্টারন্যাশনাল লেভেল

এ্যাডভান্স বিউটি ফিকেশন ট্রেনি্ এর আয়োজন করে। উক্ত প্রশিক্ষনে শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাডরা বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি: শিং,ওয়ানশিন,  এবং এমওয়াইডিপি প্রকল্প ব্যবস্থাপক ডা: রূপাবৈদ্য  ।

সাহমিউক হেলথ ইউনিভার্সিটি হতে আগত ড. কিম এবং ড.লি, দি ইয়ান প্রশিক্ষণটি পরিচালনা করেন। উক্ত ট্রেনিং এত্বক এবং চুলের যত্নে সৌন্দর্য বর্ধন বিষয়ক আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে এম ওয়াইডিপি প্রকল্পের প্রশিক্ষণার্থী ওস্থানীয় পার্লার কর্মীসহ ৫০জন অংশ গ্রহণ করেন ।

এমওয়াইডিপি প্রকল্পটি বৃত্তিমূলক ‘সৌন্দর্য বর্ধনবা বিউটিফিকেশন’ শিক্ষা এবং কর্মসংস্থান সহায়তার মাধ্যমে ঢাকা শহরের মিরপুর চলন্তিকা এলাকার সুবিধা বঞ্চিত স্কুল থেকে ঝরে পড়া কিশোরী/ যুবতীদের আত্মনির্ভরশীল গড়ে তোলার জন্যে কাজ করে যাচ্ছে । প্রশিক্ষণের দারা প্রশিক্ষণার্থীরা নিজেদের কে     উপার্জনের  সাথে সমৃক্ত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের অবদান রাখতে সক্ষম হবে বলে আশা করা যায়। 

এ্যাডভান্স বিউটিফিকেশন ট্রেনিং এর উদ্দেশ্য প্রকল্পের প্রশিক্ষণার্থী ও স্থানীয় পার্লার কর্মীদের যুগপোযোগী ত্বক এবং চুলের যত্নে ওসৌন্দর্য বর্ধন বিষয়ে অবহিত করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণার্থীরা স্বতস্ফুর্ত ভাবে হাতে কলমে প্রশিক্ষণে অংশ গ্রহণ প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কে সনদ পত্র প্রদান করা হয়। প্রশিক্ষণার্থীরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ টি আয়োজন করার জন্যে এ্যাডরা বাংলাদেশেকে সাধুবাদ জানায় এবং তারা ভবিষ্যতে এধরনের আর ও এ্যাডভান্স লেভেল প্রশিক্ষণ উদ্যোগ আয়োজন করার জন্যে এ্যাডরা বাংলাদেশেকে অনুরোধ করেন।

প্রশিক্ষণ টি সহায়তা করেছে সাহমিউক হেলথ  ইউনিভার্সিটি এবং দি ইয়ান। অর্থায়নে কমিউনিটি চেস্ট অফ কোরিয়া ওএ্যাডরা কোরিয়া।