মোঃ ছুন্নত আলী মল্লিক বাংলাদেশী সাংবাদিক


রুদ্রবাংলা প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৩, ১৮:৩০ /
মোঃ ছুন্নত আলী মল্লিক বাংলাদেশী সাংবাদিক

মোঃ ছুন্নত আলী মল্লিক (জন্ম: ১২ অক্টোবর ১৯৫০) হলেন একজন বাংলাদেশী সাংবাদিক, লেখক, সমাজসেবী। রুদ্রবাংলার প্রতিষ্ঠাকাল থেকে প্রকাশ হিসেবে আছেন। এছাড়াও তিনি সাংবাদিকতায় বিনোদন বিভাগে বিশেষ অবদান রেখেছেন ‘আলোকিত সকাল’ পত্রিকায়।

মোঃ ছুন্নত আলী মল্লিক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অবদান রেখেছেন ১৯৭১ সালের ৭ মার্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাষনে উদ্বুদ্ধ হয়ে জন্মভূমিকে রক্ষা করতে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতের পিফা ক্যাম্পে ১৭ দিন ধরে থ্রি নট থ্রি রাইফেলের ট্রেনিং শেষ করেন তিনি। সেখান থেকে ভারতের টাকিতে মেজর জলিল, ক্যাপ্টেন নূরুল হুদা এবং মাহফুজ আলম বেগের সঙ্গে কাজ করার সুযোগ পান। ওই সময় তিনি শ্যামনগরের অধ্যক্ষ আব্দুল হক, চেয়ারম্যান আব্দুল হামিদ, সাবেক এমপি ফজুলল হক, সাতক্ষীরার কাশেমপুরের সাকাত আলী, খুলনার মোস্তফা, ক্যাম্প কমান্ডার এমসিএএমএ বারী একই সঙ্গে মুক্তিযোদ্ধা ট্রেনিং নেন। তিনি ২০১০ সালের ১ মার্চ থেকে মুক্তিযোদ্ধা ভাতা পেয়ে আসছেন।